সেনাপ্রধানের সঙ্গে সৌদি বর্ডার গার্ডের ডিজির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিতঃ 8:00 pm | April 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত সৌদি বর্ডার গার্ডের মহাপরিচালক (ডিজি) ভাইস এডমিরাল আওয়াদ ঈদ আল আরাদি আল বালাওয়ি।

রোববার (২৮ এপ্রিল) সেনাবাহিনী সদর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দ্বিপক্ষীয় সহযোগিতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সৌদি বর্ডার গার্ডের মহাপরিচালক পিএসও এএফডি এবং ডিজি কোস্টগার্ডের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি বর্ডার গার্ডের ডিজির নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশে আসে। বাংলাদেশ সফরের সময় তারা নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। সফর শেষে আগামী ১ মে নিজ দেশে ফেরার কথা রয়েছে প্রতিনিধি দলটির।

কালের আলো/ওএইচ