৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ হতে পারে: উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশিতঃ 10:07 pm | July 11, 2025

কুমিল্লা প্রতিবেদক, কালের আলো:

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছে। ওনারা ওনাদের মতো করে প্রস্তাবনার কপি সরকারকে দিয়েছেন। সরকারের পক্ষ থেকে চেষ্টা রয়েছে যাতে আগামী ৫ আগস্ট দেওয়া যায়। সেই ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমতে আসা প্রয়োজন।

তিনি আরও বলেন, সবার মতামতের ভিত্তিতে আমরা ঘোষণাপত্র দিতে চাই। আশা করি আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধনী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‌‘নির্বাচন আয়োজনের জন্য যেসব স্টেকহোল্ডার রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সবাই যথাযত প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এখনো তো সরকারের চূড়ান্ত ডেট পাইনি আমরা। সবেমাত্র সম্ভাব্য ডেট পেয়েছি। চূড়ান্ত ডেট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে। আপনারা জানেন সংস্কার কমিশনগুলো কাজ করছে। সবাই ঐক্যমতে পৌঁছাচ্ছেন। সেই ভিত্তিতে একটা জুলাই চার্টার হবে। কী কী সংস্কার হবে, যেগুলো বাস্তবায়নযোগ্য, সেগুলো বাস্তবায়ন হবে। এরইমধ্যে আমরা কাজ করছি।’

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘স্থানীয় সরকার বিভাগকে যে সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেগুলো আমরা বাস্তবায়নে কার্যক্রম শুরু করে দিয়েছি। কিছু দিনের মধ্যে হতো আপনারা রেজাল্ট দেখতে পাবেন।’

‘অন্যান্য যেগুলো সরকারি আদেশে বাস্তবায়ন সম্ভব, সেগুলো বাস্তবায়ন হচ্ছে। সংবিধানসহ যে বিষয়গুলো আরেকটু জটিল, সেগুলো নিয়েও একটা চার্টারের মধ্যে, একটা সমঝোতায় আসা হবে। অনুরূপভাবে সেগুলোও বাস্তবায়ন করতে বাধ্য থাকবে।’

কালের আলো/এএএন