শাহজালালে বিমানে বোমা মেলেনি, ফ্লাইট ছাড়ার সিদ্ধান্ত
প্রকাশিতঃ 8:50 pm | July 11, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমাণ্ডু বিজি-৩৭৩ ফ্লাইটটি তল্লাশি করে বোমার কোনো অস্তিত্ব পায়নি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোম্ব ডিসপোজাল ইউনিট। ফলে ফ্লাইট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে বিকেলে বোমা আতঙ্কে ঢাকা-কাঠমাণ্ডু বিজি-৩৭৩ ফ্লাইটটি সাময়িক স্থগিত ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ছাড়ার আগমুহূর্তে অচেনা নাম্বার থেকে ফোন করে জানানো হয়, বিমানে বোমা রয়েছে।
শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল বিজি-৩৭৩ ফ্লাইটটি। তবে এর আগমুহূর্তে অজ্ঞাতনামা একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়।
এসব তথ্য নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর।
তিনি গণমাধ্যমকে জানান, একটি অচেনা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয়, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে বিমান থেকে নামিয়ে আনা হয়।’
জানা যায়, অচেনা নাম্বার থেকে ফোনকলটি আসার পরই শাহজালাল বিমানবন্দরের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিমানে তল্লাশি শুরু করে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কারও কোনো ক্ষতি হয়নি। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখা হয়।
তবে বিমানবন্দরের বোম্ব ডিসপোজাল ইউনিট কয়েখ ঘণ্টা তল্লাশি করে বিমানে কোনো বোমা পায়নি।
বিমানবন্দর সূত্র জানায়, এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারা কী উদ্দেশে এই হুমকি দিয়েছে, তা তদন্ত করে দেখা হবে।
কালের আলো/এএএন