মরদেহের ওপর ঘাতকদের নৃত্য, ভয়াবহ সামাজিক ব্যাধি: জাতীয় যুবশক্তি

প্রকাশিতঃ 9:22 pm | July 11, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পুরান ঢাকার চকবাজারে যুবকের মরদেহের ওপর ঘাতকদের নৃত্য একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যেখানে অপরাধীরা মনে করে, তারা ধরা-ছোঁয়ার বাইরে। যা আদিম বর্বরতাকেও হার মানায়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি।

শুক্রবার (১১ জুলাই) সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে যুবদল নেতাকর্মীরা পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নৃশংসভাবে হত্যা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তার মরদেহের ওপর ঘাতকদের নৃত্য এবং আনন্দোৎসব আদিম বর্বরতাকেও হার মানায়। এমন পাশবিকতা সভ্য সমাজে কল্পনাতীত এবং অগ্রহণযোগ্য। এটি কোনও ব্যক্তি নয়, মানবতা, আইন, ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত।

এতে বলা হয়, জনসমক্ষে প্রকাশ্য দিবালোকে এভাবে একজন মানুষকে হত্যা শুধু নৃশংসতা নয়, সমাজ ও রাষ্ট্রের ভিতকে নাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে—দেশের নাগরিক নিরাপত্তা এবং আইনের শাসন চরমভাবে প্রশ্নবিদ্ধ।

আমরা মনে করি, এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যেখানে অপরাধীরা মনে করে, তারা ধরা-ছোঁয়ার বাইরে। এমন বার্তা রাষ্ট্র ও সমাজ কোনোভাবেই বহন করতে পারে না। আমরা এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে জোরালোভাবে দাবি জানাই, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতক ও তাদের মদতদাতাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। যেন ভবিষ্যতে আর কেউ এমন অন্যায় করার সাহস না পায়।

কালের আলো/এমডিএইচ