দিনাজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশিতঃ 6:33 am | July 12, 2025

নীলফামারী প্রতিবেদক, কালের আলো:

দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার(১১জুলাই) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কাচিনিয়া বাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় অন্তত ৪০টি মোটরসাইকেল। পুরো বাজারজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা, দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল বাজারে অবস্থান নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া ও অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমানের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্নেল মোস্তাফিজের অনুসারীরা কাচিনিয়া বাজারে একটি সভার আয়োজন করলে সেখানে আখতারুজ্জামানের অনুসারীরা হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জলিল শাহকে প্রকাশ্যে মারধর ও বিবস্ত্র করা হয়। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন সাবেক ইউপি সদস্য আশরাফ আলী। তার মাথা ও পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে।

পরে কর্নেল মোস্তাফিজের পক্ষের লোকজন প্রতিবাদে সমাবেশ করলে ফের তাদের ওপর হামলা চালানো হয়। এতে আরও অনেকে আহত হন।

খানসামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করে নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালের আলো/এসএকে