‘মনের ভেতরে একটা ভয় থাকে, যেকোনো কিছু হতে পারে’

প্রকাশিতঃ 5:57 pm | April 01, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বিন ৩’। ভৌতিক গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। এবার এ সিনেমাতে অভিনয় করা প্রসঙ্গে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে জানান, অভিনয় করার সময় তার ভেতরে একটা ভয় কাজ করতো।

মনের ভেতরে একটা ভয় থাকে, যেকোনো কিছু হতে পারে উল্লেখ করে গণমাধ্যমকে তিনি বলেন, ‘যখন শুটিংয়ে যেতাম, তখন মনের ভেতরে একটা ভয় থাকে, যেকোনো কিছু হতে পারে। আমরা শুটিং করেছি একটি বড় গাছের নিচে।’

ফারিয়ার কথায়, ‘গাছটা একশ বছরের পুরনো। সেখানে অপমৃত্যুর ঘটনাও আছে। কেউ গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, পাশে শ্মশান আছে। আমার টিমের বিশেষ করে, হেয়ার স্টাইলিস্ট, মেকআপম্যান তারা আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল।’

এ অভিনেত্রী আরও বলেন, ‘শুটিংয়ে যাওয়ার আগে তারা রীতিমতো দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত। কামিজের ওড়নার নিচে একটা রসুন দিয়ে রাখতাম, বা কিছু একটা দিয়ে রাখত যেন কোনো ধরনের খারাপ কিছু না হয়।’

কালের আলো/এসএকে