মাফ করে দিয়েন, আমাদের শেষ দেখা হলোই না: পরীমণি

প্রকাশিতঃ 6:08 pm | November 24, 2024

বিনোদন ডেস্ক, কালের আলো:

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। নির্মাতা শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার।

শনিবার সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নির্মাতা শাহ আলম মণ্ডল।

প্রথম সিনেমার পরিচালকের মৃত্যুতে শোক জানিয়েছেন পরীমণি। ফেসবুকে এই নায়িকা লেখেন, ‘ওস্তাদ, আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেল। আপনিও, মাফ করে দিয়েন ওস্তাদ, আমাদের শেষ দেখা হলোই না। ’

ক্যারিয়ারের শুরুতে টুকটাক মডেলিং করেছেন পরীমণি। কয়েকটি নাটকেও দেখা গেছে তাকে। এরপর শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’র মাধ্যমে নায়িকা বনে যান পরীমণি।

এই নির্মাতার অনান্য সিনেমাগুলো হলো ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’।

কালের আলো/ডিএইচ/কেএ