বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিতঃ 8:25 pm | July 11, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
হারারেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টে দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১১ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
জিম্বাবুয়ের বিপক্ষে বিশাল ব্যবধান জয় পাওয়া ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি দলের পক্ষে প্রথম ইনিংসে অপরাজিত ১৫০ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন।
একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রান তোলে মুমিনুলরা। প্রথম ইনিংসে ২৭৬ রানে জিম্বাবুয়ে অলআউট হলে ১৯২ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ফলে ৪৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৫৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ২২০ রানের জয় পায় বাংলাদেশ।
কালের আলো/টিআরকে/এসআইএল