বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ কততে?
প্রকাশিতঃ 6:17 pm | July 22, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারো র্শীষস্থানে রয়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি রাষ্ট্রে যাওয়ার সুযোগ রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের।
মঙ্গলবার (২২ জুলাই) হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর প্রকাশিত তালিকায় এমন তথ্য উঠে এসেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান এবং দক্ষিণ কোরিয়া, দেশগুলোর নাগরিকদের ১৯০টি গন্তব্যে বিনা ভিসায় ভ্রমণের সুযোগ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে, ১৮৯টি দেশে বিনা ভিসায় ভ্রমণের সুযোগ রয়েছে – ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি এবং স্পেনের পাসপোর্টধারীদের।
১৮৮টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকারসহ আরও একটি সাতটি ইউরোপীয় দেশ যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে- অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল এবং সুইডেন। এছাড়া নিউজিল্যান্ড, গ্রিস এবং সুইজারল্যান্ড যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে ।
এক দশক আগে একবার শীর্ষস্থান অধিকার করা যুক্তরাজ্য রয়েছে ৬ষ্ঠ স্থানে। ব্রিটিশ পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন বিশ্বের ১৮৬টি দেশে। আর যুক্তরাষ্ট্রের অবস্থান করছে এবার ১০ম স্থানে। ১৮৩ দেশে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন মার্কিন নাগরিকরা।
এদিকে গত বছরের তুলনায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। বর্তমানে বিশ্বের ৯৪তম শক্তিশালী পাসপোর্ট এটি। বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। এর আগে ২০২৪ সালে ৯৭তম হয়েছিল বাংলাদেশের পাসপোর্ট।
অন্যদিকে র্যাংকিংয়ে গত বছরের তুলনায় ৯ ধাপ এগিয়ে বর্তমানে ৭৭তম স্থানে রয়েছে ভারত। দেশটির পাসপোর্ট থাকা মানে ৫৯টি দেশে ভিসা ছাড়া যাওয়ার সুযোগ রয়েছে। আর ভারতের প্রতিবেশি পাকিস্তানের অবস্থান এবার ৯৬তম। বিনা ভিসায় ৩২টি দেশে ভ্রমণ করতে পারেন পাকিস্তানি পাসপোর্টধারীরা। ইয়েমেন ও সোমালিয়ায়ও এ তালিকায় পাকিস্তানের সঙ্গে ৯৬তম স্থানে রয়েছে।
তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান (৯৯তম)। আফগানিস্তানের পাসপোর্টধারীরা ২৫টি রাষ্ট্রে ভিসা ছাড়া যেতে পারবেন। নিচের দিক থেকে র্যাংকিংয়ে আরও রয়েছে সিরিয়া (৯৮তম), ইরাক (৯৭)।
প্রসঙ্গত, পাসপোর্টধারীরা আগে থেকেই ভিসা না নিয়ে কতগুলো গন্তব্যে ভ্রমণ করতে পারেন তার ওপর ভিত্তি করে র্যাঙ্কিং করা হয়। ২০ বছর আগে হেনলি অ্যান্ড পার্টনারস-এর চেয়ারম্যান ডা. ক্রিস্টিয়ান এইচ কেলিন এই সূচক উদ্ভাবন করেন। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর এক্সক্লুসিভ ও অফিসিয়াল ডেটার উপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়।
কালের আলো/এএএন