উত্তরায় বিমান দুর্ঘটনায় ঢাবি সাদা দলের শোক
প্রকাশিতঃ 6:25 pm | July 22, 2025

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী নিহত ও দেড় শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।
মঙ্গলবার (২২ জুলাই) এক যৌথ শোকবার্তায় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার বলেন, রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও বেদনার্ত। এই দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানির ঘটনায় সারা জাতি আজ শোকে মুহ্যমান। মর্মান্তিক এ ঘটনায় শোক জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতের মর্যাদা ও জান্নাতুল ফিরদৌস দান করেন। পাশাপাশি শোকার্ত পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করুন।
ঢাবি সাদা দলের নেতারা গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
কালের আলো/এমডিএইচ