কারিগরি বোর্ডের ২৩-২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত

প্রকাশিতঃ 8:27 pm | July 22, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এবং সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমের আওতাভুক্ত ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে এ দুই দিনের বাইরে অন্যান্য দিনের পরীক্ষাগুলো পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পরিবর্তিত তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বোর্ড।

কালের আলো/এসএকে