ক্ষমা চেয়ে শুধুই কাঁদছেন পাইলট তৌকিরের বাবা

প্রকাশিতঃ 6:05 pm | July 22, 2025

রাজশাহী প্রতিবেদক, কালের আলো:

বিমান বিধ্বস্তে প্রাণ হারানো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে সমাহিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে নগরীর সপুরা গোরস্থানে তাকে সমাহিত করা হয়। তবে বিকেলে মরদেহ রাজশাহীতে পৌঁছার পর থেকে তার বাবা তোহুরুল ইসলামকে শুধু কাঁদতেই দেখা গেছে।

বিকাল ৪টা ২০ মিনিটো নগরীর রেলগেটে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তৌকিরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে কথা বলেন তার বাবা তোহরুল। তিনি বলেন, ছেলের কোনো ভুলত্রুটি থাকলে, তার আচার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিয়েন।

এরপর একজন স্বজন তাকে জড়িয়ে ধরেন। জানাজা শেষে সপুরা গোরস্থানে তারা আসেন। বিমানবাহিনীর কর্মকর্তারা তাকে যথাযথ সম্মান দিয়ে পাশে ছিলেন। পরে গোরস্থানেও কাঁদতে থাকেন তিনি। শেষ মাটি দেন ছেলেকে। ভারী হয়ে ওঠে আকাশ।

কাঁন্নার রোল পড়ে যায় গোরস্থান এলাকায়। তৌকিরের জানাজা ও দাফনে তার পরিবারের সদস্য, স্বজন, এলাকার শত শত সাধারণ জনগণ অংশ নেন।

কালের আলো/এমডিএইচ