বান্ধবীকে চপেটাঘাত করায় ইবি ছাত্র বহিষ্কার
প্রকাশিতঃ 10:48 pm | September 23, 2018

ইবি প্রতিনিধি, কালের আলো:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের ছাত্র মাহমুদুল্লাহ তার বন্ধবীকে চপেটাঘাত করায় এক বছরের জন্য তাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশে ওই ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
রোববার বিকালে রেজিস্টার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর (বুধবার) অনুষদ ভবনের নিচতলায় একই বর্ষের বান্ধবী লাবণ্য কে (ছদ্মনাম) চপেটাঘাত করে মাহমুদুল্লাহ।
চপেটাঘাত করায় ওই ছাত্রী তাকে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ এনে নিরাপত্তা ও সুবিচার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবার লিখিত অভিযোগ করেন। প্রক্টর বিষয়টি আরবি ভাষা ও সাহিত্য বিভাগে পাঠিয়ে দেন। পরে বিভাগীয় একাডেমিক কমিটি তাদের সভায় ওই শিক্ষার্থীর শাস্তি দাবি করে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর সুপারিশ করেন।
পরে উপাচার্য জরুরি বৈঠকের মাধ্যমে তাকে এক শিক্ষাবর্ষ বহিষ্কারের সিন্ধান্ত নেন।
কালের আলো/ওএইচ