বিরোধীদলীয় চিফ হুইপ হলেন নূরুল ইসলাম ওমর

প্রকাশিতঃ 7:00 pm | September 20, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দশম জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ মো: নূরুল ইসলাম ওমরকে চিফ হুইপ হিসেবে মনোনয়ন দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

নব মনোনয়নপ্রাপ্ত চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সাফল্যও কামনা করেছেন রওশন এরশাদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার  তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ মামুন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ম জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্বরত অবস্থায় কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো: তাজুল ইসলাম চৌধুরী মৃত্যুবরণ করায় বিরোধীদলীয় চিফ হুইপের পদটি শূন্য হয়। উক্ত শূন্য পদে বিরোধীদলীয় হুইপ  বগুড়া-৬ আসনের সাংসদ মো: নূরুল ইসলাম ওমরকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত করা হয়।

নূরুল ইসলাম ওমর এমপি ছাত্রজীবনেই রাজনীতির সংগে যুক্ত হন এবং এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

১৯৫৫ সালের ১৩ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন এমপি মো. নুরুল ইসলাম ওমর। তিনি ১৯৭১ সালে বগুড়া মিউনিসিপ্যাল হাইস্কুল থেকে এসএসসি, ১৯৭৩ সালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং ২০১০ সালে ঢাকার দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে বিএ ডিগ্রি অর্জন করেন।

বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ায় দলটির সিনিয়র নেতা ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের আসন (বগুড়া-৬) থেকে নুরুল ইসলাম ওমর এবারই প্রথম এমপি নির্বাচিত হন।

কালের আলো/ওএইচ