মুজিববর্ষ উপলক্ষে বশেমুরকৃবি ছাত্রলীগ নেতা আকাশের বৃক্ষরোপণ
প্রকাশিতঃ 8:28 pm | June 29, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মুজিব শতবর্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
সোমবার বশেমুরকৃবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ইমতিয়াজ আকাশের তত্ত্বাবধানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা আকাশ বলেন, ‘মুজিবর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’ এই শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভাইয়ের নির্দেশনায় আমরা এ কর্মসূচি পালন করি। মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল ও সার্থক করতেই আমাদের এই উদ্যোগ।
কালের আলো/ওএইচ