একদিনে গুরুত্বপূর্ণ দু’সিদ্ধান্ত বেবিচক চেয়ারম্যানের, গুরুত্ব যাত্রীদের আস্থা অর্জনে
প্রকাশিতঃ 5:46 pm | June 11, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
একদিনে গুরুত্বপূর্ণ দু’টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
আরও পড়ুন: সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালু ১৬ জুন
আন্তর্জাতিক রুটে আগামী ১৬ জুন থেকে সীমিত পরিসরে বিমান চলাচলের সিদ্ধান্ত গ্রহণের পর অভ্যন্তরীণ বিমান সংস্থা সমূহের সঙ্গেও জরুরি সভা করেছেন।
ভাড়া বিষয়ক এ সভায় স্বাস্থ্যবিধি ও বেবিচকের বিধিমালাসমূহ যথাযথভাবে মেনে চলতে বিমান সংস্থা সমূহকে অনুরোধের পাশাপাশি ভাড়া না বাড়িয়ে যাত্রীদের বিমান চলাচলের ওপর আস্থা অর্জনে গুরুত্ব দেওয়ার বিষয়টিও সর্বোচ্চ জোর দিয়েছেন তিনি।
করোনার প্রাদুর্ভাবের ভেতরেও দেশের এভিয়েশন খাতকে নতুন করে ঘুরে দাঁড় করাতে প্রাণান্তকর প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের এভিয়েশন চার্জ মওকুফ করেও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেন তিনি।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক আদেশে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে আগামী ১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হবে।
বিরাজমান পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-লন্ডন-ঢাকা রুটে যাত্রী পরিবহন করতে পারবে এবং কাতার এয়ারওয়েজ দোহা-ঢাকা-দোহা রুটে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ বিমান সংস্থাসমূহের সাথে ভাড়া বিষয়ক এক সভায় বসেন বেবিচক চেয়ারম্যান। এ সভায় তিনি সভাপতিত্ব করেন। এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বেবিচকের সদস্য ও গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো.জিয়াউল কবির, নভো এয়ারের এমডি মফিজুর রহমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই সূত্র জানায়, বিমান সংস্থাসমূহের সঙ্গে বেবিচকের চেয়ারম্যানের আলোচনার প্রেক্ষিতে তাদের অর্থনৈতিক ক্ষতির কথা বিবেচনায় সাময়িকভাবে বিমান ভাড়া ঢাকা-কক্সবাজারের জন্য সর্বনিম্ন ৩ হাজার ৫০০ টাকা, ঢাকা থেকে অন্যান্য বিমানবন্দরের জন্য সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়।
বেবিচক চেয়ারম্যানের একান্ত সচিব ও সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান কালের আলোকে জানান, সভায় ভাড়ার বিষয়টি নির্ধারিত হলেও উড়োজাহাজের আসনের প্রকারভেদ, কতটি সিটের ভাড়া সর্বনিম্ন হারে হবে তা স্ব স্ব এয়ারলাইন্স নির্ধারণ করবে।
কালের আলো/পিবি/এমএইচএ