ময়মনসিংহে শিশুকে ধর্ষণ চেষ্টা, বখাটে আটক
প্রকাশিতঃ 7:31 pm | June 10, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের সানকিপাড়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার সময় রোমান (৩৫) নামে এক বখাটেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ ঘটনায় সোমবার (১০ জুন) সকাল ১০ টার দিকে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন শিশুটির বাবা মুরাদ হোসেন।
কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার নাদিরা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সন্ধ্যার দিকে বাড়ির পাশে ওই মেয়েটি খেলা করছিলো। এসময় বখাটে রোমান তাকে জাম খাওয়ানোর কথা বলে ফুসলিয়ে স্থানীয় সেনানিবাসের এমপি চেকপোস্টের পাশের একটি গলিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা টের পেয়ে তাকে আটক করে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
আটক বখাটে রোমান একই এলাকায় মৃত মুনসুর মিয়ার ছেলে।
কালের আলো/ওএইচ