পুলিশের আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিতঃ 7:29 pm | May 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৪ মে) বাদ জুম’আ রাজারবাগ পুলিশ লাইনস্ কেন্দ্রীয় জামে মসজিদে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার)  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আযান প্রতিযোগিতায় পুলিশের বিভিন্ন ইউনিটের ২৭ জন প্রতিযোগীর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এএসআই মোঃ জাহাঙ্গীর আলম ১ম, ভোলা জেলার কনস্টবল মোঃ আব্দুল্লাহ ২য় এবং বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর নায়েক মোঃ আরিফুর রহমান ৩য় স্থান অর্জন করে।

কেরাতে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর নায়েক মোঃ আরিফুর রহমান ১ম, আরআরএফ, সিলেটের কনস্টবল বেলাল আহমেদ ২য় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টবল মোঃ সাদ্দাম ৩য় পুরস্কার পেয়েছেন।

এছাড়া ‘নারীর মর্যদা ও অধিকার রক্ষায় ইসলাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার উচ্চমান সহকারী শেখ রেজাউল কবীর ১ম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নায়েক মোঃ আনোয়ার হোসেন ২য় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের এএসআই মোঃ জাহাঙ্গীর আলম ৩য় স্থান অধিকার করেন।

অনুষ্ঠানে আযান ও কেরাত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীরা আযান দেন ও কোরআন তেলাওয়াত করেন।

প্রতিযোগিতা শেষে আইজিপি জাবেদ পাটোয়ারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রসঙ্গত, ইউনিট পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত সেরা প্রতিযোগিগণ রাজারবাগ পুলিশ লাইনস্ অনুষ্ঠিত মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ডিআইজি (ওয়েলফেয়ার) ও প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি বশির আহম্মদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা প্রমূখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email