জাপানের পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

প্রকাশিতঃ 7:10 am | July 24, 2025

আন্তর্জাতিক  ডেস্ক, কালের আলো:

শুল্কহার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে জাপান। তাতে জাপানের পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমে হবে ১৫ শতাংশ। এর আগে ট্রাম্প জাপানের জন্য ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরােপের ঘােষণা দিয়েছিলেন। এ ছাড়া ফিলিপাইনের সঙ্গেও বাণিজ্য চুক্তি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিপাইনের পণ্যে ১৯ শতাংশ পাল্টা শুল্ক নির্ধারণের ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, জাপান তাদের দেশকে গাড়ি ও ট্রাক, চাল, কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য বাণিজ্যের জন্য উন্মুক্ত করবে। যুক্তরাষ্ট্রকে ১৫ শতাংশ পাল্টা শুল্ক দেবে জাপান।

দ্য জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পাল্টা শুল্ক বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে জাপান ও যুক্তরাষ্ট্র। যদিও ট্রাম্প তাঁর ঘোষণায় গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর থাকা ২৫ শতাংশ এবং স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর থাকা ৫০ শতাংশ শুল্কের বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি।

একজন জাপানি কর্মকর্তার বরাত দিয়ে জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, মোটরগাড়ির ওপর প্রযোজ্য সামগ্রিক শুল্কহার হবে ১৫ শতাংশ। আগে এটি ছিল ২৫ শতাংশ।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বুধবার টোকিওতে সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি এই চুক্তি জাপান ও যুক্তরাষ্ট্রকে একসঙ্গে কাজ করার সুযোগ করে দেবে। কর্মসংস্থান সৃষ্টি, উচ্চমানের উৎপাদনশীলতা বাড়ানো এবং বৈশ্বিক পরিমণ্ডলে বিভিন্ন দায়িত্ব পালনের ক্ষেত্রে এটি সহায়ক হবে।’

সাম্প্রতিক সময়ে জাপানের সঙ্গে আলোচনার ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। এক পর্যায়ে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, জাপানের ওপর পাল্টা শুল্ক ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে অষ্টম দফা আলোচনার পর শুল্কহার কমানোর বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পেরেছে জাপান।

এদিকে বিবিসি জানায়, ফিলিপাইনের পণ্যে শুল্ক প্রসঙ্গে মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘নতুন এই শুল্ক একটি বৃহত্তর চুক্তির অংশ, যার আওতায় ফিলিপাইন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেবে এবং দুই দেশ সামরিকভাবে সহযোগিতা করবে।’

হোয়াইট হাউসে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন ট্রাম্প। ফিলিপাইনের প্রেসিডেন্টের সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি ভালো একটি সফর ছিল। আমরা বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছি।’

এই চুক্তির বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। এর আগে গত এপ্রিল মাসে ফিলিপাইনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সর্বনিম্ন ১৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে। তবে পরে ট্রাম্প তা স্থগিত করেন। চলতি মাসের শুরুতে ট্রাম্প ঘোষণা দেন যে, আগামী ১ আগস্ট থেকে ফিলিপাইনের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

গত বছর যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে ফিলিপাইন। এটি দেশটির মোট রপ্তানি আয়ের সাড়ে ১৬ শতাংশ। যুক্তরাষ্ট্রে ফিলিপাইনের উল্লেখযোগ্য রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে গাড়ির যন্ত্রাংশ, বৈদ্যুতিক যন্ত্রপাতি, বস্ত্র ও নারকেল তেল।

কালের আলো/এসএকে