দেশপ্রেমিকরা একত্রিত হলে ক্ষমতাপ্রেমিরা পালাতে বাধ্য হবে: রেজাউল করিম
প্রকাশিতঃ 7:13 pm | July 24, 2025

পিরোজপুর প্রতিবেদক, কালের আলো:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “যদি দেশপ্রেমিকরা একত্রিত হয়ে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে এবং দেশের পক্ষে আওয়াজ তুলতে পারে, তাহলে হক আসবে, বাতিল দূর হবে, আলো আসবে এবং অন্ধকার দূর হবে। আমরা যদি একত্রিত হতে পারি, ক্ষমতাপ্রেমী কেউ দেশে থাকতে পারবেন না, তারা বাধ্য হবে দেশ ছেড়ে পালাতে।”
তিনি আরও বলেন, ‘‘আমরা ইসলামের মর্মবাণী, দেশ গড়ার উদ্দেশ্যে কাজ করতে পারলে, বাংলাদেশের ভবিষ্যৎ বিপথে যাবে না। আমাদের দেশে আগাছা মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না।’’
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আয়োজিত বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, “৫ আগস্টের পর বাংলাদেশের জনগণের মধ্যে ইসলামের প্রতি একটি হৃদ্যতা সৃষ্টি হয়েছে। এই হৃদ্যতাকে কাজে লাগাতে হবে। আমরা জানাচ্ছি যে, আমরা ইসলামের পক্ষে জনগণের সমর্থন নিয়ে একত্রিত হয়ে কাজ করবো।”
তিনি আরও বলেন, ‘‘৫ আগস্টের পর দেশে যে অভ্যুত্থান হয়েছিল, এরপর যারা দেশ পরিচালনা করেছেন, তাদের মাধ্যমেই দেশ আবার সুন্দর হবে—এমন চিন্তা করা বোকামি। তারা তো পরীক্ষিত, নতুনভাবে আবার কি পরীক্ষা দেবে? এজন্যই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একত্রিত হয়ে দেশকে সুন্দরভাবে গঠন করি, বাস্তবায়ন করি প্রয়োজনীয় সংস্কার, দৃশ্যমান বিচার এবং জাতীয় নির্বাচন।’’
তিনি বলেন, “বাংলাদেশে আর কোনো বৈষম্য হবে না, এটা আমাদের দাবি। আমাদের ইতিহাস এবং ইসলামের শিক্ষা এটাই বলে।’’
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ
এ সময় মুফতি রেজাউল করিম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘৫৩ বছরের মধ্যে যারা ক্ষমতায় এসেছে, তারা শুধু জনগণকে ধোঁকা দিয়েছে। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, স্বৈরাচার, ফ্যাসিজম—এগুলো থেকে মুক্তি পেতে চায় বাংলাদেশ। আমাদের প্রথম দাবি গণহত্যার বিচার, তারপর সংস্কার, এবং শেষে জাতীয় নির্বাচন হবে, যা হবে অবশ্যই পিআর পদ্ধতিতে। কোনোভাবেই বাংলাদেশে আর স্বৈরাচার বা ফ্যাসিজম প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ।’’
এদিনের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম এবং জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।
কালের আলো/এএএন