আমাদের লড়াই মুজিববাদ-ফ্যাসিবাদের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

প্রকাশিতঃ 10:06 pm | July 24, 2025

হবিগঞ্জ প্রতিবেদক, কালের আলো:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের লড়াই মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। এ লড়াই আমরা জুলাই-আগস্টে শুরু করেছিলাম। আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম। এ লড়াই এখনও শেষ হয়নি।’

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলের সামনের সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সীমান্তে হত্যা হচ্ছে, মুসলিমদের পুশইন করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশে মুসলিম ঘৃণা ভারতের হিন্দুত্ববাদী সরকার বছরের পর বছর ছড়িয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘জনগণের পাশে আমাদের আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবারও শুরু হচ্ছে। মুজিববাদ পুনর্বাসন হচ্ছে, চাঁদাবাজ, দখলদারিত্বের রাজনীতি শুরু হচ্ছে আমাদের সে রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বাংলাদেশে যে একতা-সংহতি তৈরি হয়েছে সেটি আমাদের ধরে রাখতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘তরর মানে এই নয় যে, আমরা চাঁদাবাজদের প্রশ্রয় দেব। আমরা বলেছিলাম কোনো সন্ত্রাসীকেও বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবে না। আমার ভিন্ন মতের অধিকারী হলেও আমি তার মানবাধিকারের পক্ষে থাকবো। আমরা দেখেছি যৌথবাহিনী দ্বারা যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যেমন চাঁদাবাজির বিরোধিতা করি, তেমনি বিচার বহির্ভূত হত্যারও বিরোধিতা করি।’

সারজিস আলমের পরিচালনায় সভায় এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিপা, ডা. তাসনিম জারা, আব্দুল হান্নান মাসুদ, নাহিদ উদ্দিন তারেক প্রমুখ বক্তব্য রাখেন।

কালের আলো/এএএন