ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাইনি—এ কথা সরকারের কেউ বলেনি
প্রকাশিতঃ 8:15 pm | July 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাইনি—এ ধরনের কোনো কথা কিন্তু কেউ কখনো বলেনি। আমি বা আমার সরকারের ভেতরে কেউ বলেনি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ভারত ঢাকায় একটি বিশেষ মেডিকেল টিম পাঠিয়েছে। এটি কি দুই দেশের মধ্যে সম্পর্কে শীতলতার বার্তা দেয় কিনা, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গুড ওয়ার্কিং রিলেশান্স চাই। আমাদের এই অবস্থান অটুট আছে। আমরা কিন্তু ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাইনি—এ ধরনের কোনো কথা কিন্তু কেউ কখনো বলেনি। আমি বা আমার সরকারের ভেতরে কেউ বলেনি।
তিনি বলেন, আমাদের কার্টেসি আছে, সেগুলো আমরা করেছি। এ ঘটনা ঘটার পর (বিমান বিধ্বস্ত) যে দেশগুলো সহায়তা দিতে চেয়েছে তার মধ্যে ভারত একটি। আমরা বার্ন ইউনিটের কাছে তথ্য নিয়েছি, তাদের কী প্রয়োজন, তারা যা জানিয়েছেন— সেগুলো আমরা তাদের (ভারতীয় প্রতিনিধি দল) জানিয়েছি। তাদের দিক থেকে দুইজন ডাক্তার ও নার্স এসেছেন। তাদের যেটুকু সেবা দেওয়ার তারা দেবে। দেখুন, দুই দেশের মধ্যে মানুষে মানুষে যোগাযোগ সব সময়ে ভালো।
বুধবার সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসে।
বর্তমান সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোন বিষয়ে গুরত্ব দিয়েছে, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমরা কারও সঙ্গে এমন কিছু করিনি যে সম্পর্ক খারাপ হবে। প্রতিবেশির সঙ্গে ভালো সম্পর্ক করার বিষয় ছিল এবং কারও উপরে যে খুব বেশি অতিরিক্ত নির্ভরশীলতা করেছি, এটা নয়। আমাদের স্বার্থ দেখেছি। ভারতের সঙ্গে আমাদের লক্ষ্য হচ্ছে, ভালো সম্পর্ক বজায় রাখা। তবে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালো কাজের পরিবেশ থাকা দরকার।
সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে পররাষ্ট্র উপদেষ্টা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। এ প্রসঙ্গে উপদেষ্টা জানান, সমবেদনা জানানোর জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছেন।
কালের আলো/এসএকে