বার্ন ও সিএমএইচে বিমান বাহিনীর সমন্বয় সেল গঠন
প্রকাশিতঃ 9:58 pm | July 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা ও সমন্বয়সহ বিভিন্ন সহায়তা দেওয়ার জন্য একটি সমন্বয় সেল গঠন করেছে বিমান বাহিনী।
জাতীয় বার্ন ইনস্টিটিউট (কক্ষ নং-৮১১, ০১৭৬৯৯৯৩৫৫৮) এবং সিএমএইচে (০১৮১৫৯১২৬১৭) এই সমন্বয় সেল গঠন করা হয়েছে।
প্রয়োজনে সংশ্লিষ্ট নম্বরে ফোন দিয়ে তথ্য জানানো ও নেওয়ার জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে অনুরোধ জানানো হয়েছে।
কালের আলো/এমএএইচএন