মাইলস্টোন ট্রাজেডিতে নিহত শিক্ষার্থীদের কবর জিয়ারত বিএনপি মহাসচিবের

প্রকাশিতঃ 5:29 pm | July 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত একাধিক শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব। এরআগে অগ্নিদগ্ধ হয়ে নিহত পাঁচ শিশুর কবর জিয়ারত করেন মির্জা ফখরুল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে তিনি উত্তরার দিয়াবাড়ির তারারটেকের কাছে একটি পারিবারিক কবরস্থানে যান। এখানে এক পরিবারের তিন শিক্ষার্থী শায়িত আছে।

বিএনপি মহাসচিব মাইলস্টোন স্কুলের তিন শিক্ষার্থী আরিয়ান, হুমায়রা ও বাপ্পির পরিবারের সদস্যদের নিয়ে তাদের কবর জিয়ারত করেন। এরপর সেখানে আরও দুই শহীদ জুনায়েদ ও শারিয়ার কবরও জিয়ারত করেন তিনি।

বিএনপি মহাসচিব নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।

এই সময়ে মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, সদস্য সচিব কফিল উদ্দিন, আফাজ উদ্দিন ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

কালের আলো/এমডিএইচ