বিমান বিধ্বস্তে নিহতের স্বজন ও আহতদের সব ধরনের সহায়তা দেবে সরকার: আইন উপদেষ্টা

প্রকাশিতঃ 5:26 pm | July 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের পরিবার এবং আহতদের সব ধরনের সহায়তা দেবে সরকার। এ ছাড়া নিহতদের স্মরণে আগামীকাল সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, বিমান দুর্ঘটনায় নিহতদের উপযুক্ত রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে।

তিনি আরও বলেন, আগে সন্দেহের অবকাশে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হতো। কিন্তু, এ বিষয়ে নতুন সিআরপিসি আইন করা হয়েছে। যাতে অনলাইন বেল বন্ড সাবমিশন করা যাবে।

উপদেষ্টা বলেন, এ ছাড়া যে পুলিশ গ্রেপ্তার করবে তার আইডেন্টিটি থাকতে হবে। গ্রেপ্তারের ক্ষেত্রে কোন অভিযোগে আর কোন আইনে গ্রেপ্তার করা হচ্ছে, সেটাও পুরোপুরি লেখা থাকতে হবে।

কালের আলো/এসএকে