৫ ঘণ্টা পর কলেজ থেকে বের হয়ে ফের গেটে আটকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব
প্রকাশিতঃ 4:04 pm | July 22, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সেখানে যাওয়া দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে ঘিরে সৃষ্ট উত্তেজনা এখনো কাটেনি।
প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর কলেজ থেকে বের হতে পারলেও ফের কলেজ গেটে তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তীব্র ক্ষোভের মুখে উপদেষ্টাদের গাড়ি বেরোতে পারেনি। বাধ্য হয়ে ৩টা ৪৮ মিনিটে গাড়ি ঘুরিয়ে ফের কলেজ ক্যাম্পাসে ফেরত আনা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই মাইলস্টোন কলেজে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে।
কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায়, আজ যখন সরকারের দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঘটনাস্থল পরিদর্শনে আসেন, তখন তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশি পাহারায় তাদের বের করে আনার চেষ্টা করা হলেও, কলেজ গেট পার হওয়ার আগেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিয়াবাড়ী গোল চত্বরে আবারো রাস্তায় দাঁড়িয়ে পড়ে এবং উপদেষ্টাদের গতিরোধ করে। শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে।
শিক্ষার্থীদের এই আকস্মিক অবরোধের কারণে উপদেষ্টাদের গাড়ি সামনে এগোতে পারেনি। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে না পেরে ৩টা ৪৮ মিনিটে গাড়ি ঘুরিয়ে ফের মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভেতরে ফেরত আনা হয়। বর্তমানে উপদেষ্টারা কলেজের ভেতরেই অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা গোল চত্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
গতকাল সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর কথঅ জানিয়েছে আইএসপিআর। তাদের তথ্য অনুযায়ী আহত ও দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে শতাধিক।
কালের আলো/এসএকে