খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
প্রকাশিতঃ 3:48 pm | July 11, 2025

খুলনা প্রতিবেদক, কালের আলো:
খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১১ জুলাই) জুম্মার নামাজের আগে নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় ঘটনাটি ঘটে। তিনি মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে মাহবুবুর রহমান বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময়ে হেলমেট পড়া অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে দেয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা চারটি খালি গুলির খোসা উদ্ধার করেছি। বর্তমানে তার লাশ খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে রয়েছে।’
কালের আলো/এমডিএইচ