সাবেক সিইসিকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ আটক
প্রকাশিতঃ 11:45 am | June 24, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ঘিরে তৈরি হওয়া মব ও শারীরিক হেনস্তার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আটক হওয়া ব্যক্তির নাম হানিফ মিয়া। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানার সদস্যসচিব।
সোমবার (২৩ জুন) রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। থানার ওসি হাফিজুর রহমান জানান, মব গঠনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনাক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর একটি দল হানিফ মিয়াকে আটক করে রাতে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে তাকে গ্রেফতার দেখানো হবে।
এর আগের দিন, রোববার রাজধানীর উত্তরা থেকে কে এম নূরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় একদল লোক তার ওপর চড়াও হয়। ভিডিওতে দেখা যায়, পুলিশি পাহারার মধ্যেই ওই মব তাকে শারীরিকভাবে হেনস্তা করে এবং অপমানজনক আচরণ করে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
ঘটনা নিয়ে সরকারও উদ্বেগ প্রকাশ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সাংবাদিকদের বলেন, একজন নাগরিককে এভাবে মবের মাধ্যমে হেনস্তা করা উচিত হয়নি। এমন পরিস্থিতি ভবিষ্যতে যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
কালের আলো/এএএন