৪৪টি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

প্রকাশিতঃ 7:57 pm | June 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন ৪৪টি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে (পুরাতন ভবন) ভার্চুয়ালি তিনি এসব লাইব্রেরি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, উন্নত সমাজ গঠনে সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা ও জ্ঞানচর্চা। তাই প্রতিটি উপজেলায় একটি করে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথম ধাপে ১১ জেলার ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরি নির্মাণে প্রতিটিতে ৫৩ লাখ টাকা করে সর্বমোট ২৩ কোটি ৩২ লাখ টাকা স্থানীয় সরকার বিভাগ থেকে বরাদ্দ দেওয়া হয়।

উপদেষ্টা আরও বলেন, যেসব উপজেলায় শিক্ষার হার এবং দারিদ্রের হার কম সেসব এলাকা (বিশেষত উত্তরবঙ্গ) বিবেচনায় এনে মানসম্মত লাইব্রেরি নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়। শিক্ষার্থীদের আকৃষ্ট এবং জ্ঞান চর্চায় উৎসাহিত করতে লাইব্রেরি নির্মাণশৈলী, পরিবেশ এবং ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনসহ লাইব্রেরি নির্মাণের এই কার্যক্রমের জন্য স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠান শেষে লাইব্রেরি নির্মাণে উপজেলা বাছাই সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিবেচনা কিংবা প্রতিহিংসার বশবর্তী না হয়ে প্রকৃতপক্ষে বঞ্চিত এলাকাগুলোতে বাজেটের সুষম বণ্টনের ব্যবস্থা করা হয়েছে এবং লাইব্রেরি নির্মাণেও সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।

দক্ষিণ সিটি করপোরেশন সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, নগর ভবন বন্ধের বিষয়ে সরকার যথেষ্ট ধৈর্য ও আন্তরিকার পরিচয় দিয়েছে। কিন্তু নাগরিক সেবা প্রায় ৩০-৪০ শতাংশ কমে গেছে। এসব বিষয়ে যেকোনও সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার সম্মিলিতভাবে নেবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়াও ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা।

কালের আলো/এমডিএইচ