রোহিঙ্গাদের শরণার্থীদের জন্য ২১ লাখ ডলার সহায়তা দেবে সুইডেন
প্রকাশিতঃ 6:53 pm | June 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিশ্ব শরণার্থী দিবস (২০ জুন) এর প্রাক্কালে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য অতিরিক্ত ২১ লাখ মার্কিন ডলার (প্রায় ২৬ কোটি টাকা) আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে সুইডেন সরকার। কক্সবাজারে মানুষের জীবন বাঁচাতে এবং সবুজ প্রত্যাবর্তনে সহায়তা প্রদানে এ অর্থ ব্যয় করা হবে।
বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার সুইডিশ দূতাবাস এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এই তহবিল রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচ্ছন্ন রান্নার জ্বালানি সরবরাহ, পরিবেশ পুনর্বাসন, শরণার্থী ও বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর জন্য সবুজ দক্ষতা উন্নয়নে সহায়তা করবে বলে দূতাবানের সংবাদ বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) যৌথভাবে জাতিসংঘের একটি যৌথ কর্মসূচির অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, রোহিঙ্গাদের সহায়তায় তহবিল বরাদ্দের হার আগের তুলনায় ব্যাপকভাবে হ্রাস হওয়ায় সবচেয়ে গুরুতর প্রয়োজনীয়তা অগ্রাধিকার দিতে হবে এবং গত কয়েক বছরের অর্জনগুলো বজায় রেখে জীবন বাঁচানোর দিকে মনোনিবেশ করতে হবে।
তিনি বলেন, এ অনুদানের ফলে শরণার্থীরা পরিচ্ছন্ন জ্বালানি দিয়ে রান্না চালিয়ে যেতে পারবেন। একই সঙ্গে বন এবং তাদের স্বাস্থ্য সংরক্ষণ করতে পারবেন। যতক্ষণ না তারা স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং টেকসই উপায়ে মিয়ানমারে ফিরে যেতে না পারেন, ততক্ষণ পর্যন্ত সুইডেন রোহিঙ্গা শরণার্থী এবং তাদের বাংলাদেশি আশ্রয়দাতাদের পাশে সংহতি প্রকাশ করবে, মানবিক মর্যাদা ও পরিবেশগত নেতৃত্ব সমুন্নত রাখবে।
তিনি বলেন, প্রায় ৮ বছর নির্বাসন, আর্থিক সম্পদ দ্রুত হ্রাস এবং রাখাইন রাজ্যে তাৎক্ষণিক সমাধান ও শান্তি অনুপস্থিতির কারণে রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে আশা ক্ষীণ হয়ে আসায় সুইডেন সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষ্যে সুইডেন সরকারের পক্ষ থেকে শরণার্থীদের জানাতে চাই যে, ‘আমরা আপনাদের দেখছি। আপনাদেরকে ভুলে যাওয়া হয়নি। আপনারা একা নন।’
কালের আলো/এমডিএইচ