মাওবাদী দমনের নামে মোদিকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বন্ধের আহ্বান

প্রকাশিতঃ 11:05 am | June 11, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ভারতে মাওবাদী দমনের নামে চালানো ‘বিচারবহির্ভূত হত্যা’ বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির পাঁচটি বাম দল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি এই আহ্বান জানিয়েছে তারা।

অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মাওবাদীদের নিরাপত্তা হেফাজতে নির্যাতন করে হত্যা করা হচ্ছে। গত সোমবার (৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি মাওবাদী দমনের নামে চালানো ‘বিচারবহির্ভূত হত্যা’ বন্ধের আহ্বান জানিয়েছে পাঁচটি বাম দল। গত সোমবার এক খোলা চিঠিতে তারা এই দাবি জানান।

চিঠিতে স্বাক্ষরকারী দলগুলো হচ্ছে— কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) (সিপিআই-এম), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন, রেভ্যুলুশনারি সোশ্যালিস্ট পার্টি (আরএসপি), অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক (এআইএফবি)।

চিঠিতে তারা ছত্তিশগড়ের আদিবাসীদের প্রতি “নির্বিচারে বৈরী মনোভাব পোষণকারী সামরিক দৃষ্টিভঙ্গি” পরিহারের অনুরোধ জানান এবং ‘অপারেশন কাগার’-এর নামে চলা ‘বিচারবহির্ভূত হত্যা’ অবিলম্বে বন্ধ করতে বলেন।

ভারতের এই বাম দলগুলো বলছে, ছত্তিশগড়ে আটক হওয়া একাধিক মাওবাদী এখনো নিরাপত্তাবাহিনীর হেফাজতে রয়েছেন। তাদের আদালতে পেশ করে আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করা উচিত।

অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ—গত এক সপ্তাহে ছত্তিশগড় থেকে গ্রেপ্তার ১০ জন মাওবাদীর মধ্যে সাতজনকে নিরাপত্তা হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদিও রাজ্য প্রশাসনের একজন কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, ওই অঞ্চলের আদিবাসীদের অধিকার নিয়মিত লঙ্ঘিত হচ্ছে এবং করপোরেট স্বার্থে ছত্তিশগড়ের বন ও খনিজ সম্পদ ‘নির্বিচারে শোষণ’ করা হচ্ছে। এরই আড়ালে এলাকায় ‘সামরিকীকরণ’ ঘটছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

চিঠিতে ভারতের কেন্দ্রীয় ও ছত্তিশগড় সরকারের সমালোচনা করে বলা হয়, মাওবাদীদের আলোচনার আহ্বান সরকার গুরুত্ব দেয়নি। তারা সতর্ক করেন,‘মানবজীবন হরণ করে’ এমন যে কোনও অপারেশনে সাফল্য উদযাপন করা আইন ও গণতন্ত্রের পরিপন্থি।

চিঠিতে মোদির প্রতি বাম দলগুলোর ভাষ্য, “আমরা পুনরায় আবেদন করছি, বিচারবহির্ভূত হত্যা ও সহিংসতা অবিলম্বে বন্ধ করুন এবং একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিন।”

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ১৯৭ জন মাওবাদী নিহত হয়েছেন। গত মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, চলতি বছরের মাওবাদী দমন অভিযানে নিরাপত্তাবাহিনী ১৯৭ জন ‘হার্ডকোর’ মাওবাদীকে হত্যা করেছে।

অবশ্য এই পরিসংখ্যান ঘিরেও প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠন ও বাম রাজনৈতিক শক্তিগুলো।

কালের আলো/এমডিএইচ