আশুলিয়ার সড়কে ৫ কিলোমিটার যানজট
প্রকাশিতঃ 1:59 pm | June 02, 2025

সাভার প্রতিবেদক, কালের কালো:
ঈদযাত্রা শুরুর আগেই সাভারের আশুলিয়ার সড়কে থেমে থেমে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (০২ জুন) সকাল থেকেই নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকামুখী লেনে বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত এই যানজটের দেখা গেছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ চলমান থাকায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে হাঁটুপানির জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া ছোট-বড় গর্ত ও খানাখন্দ হওয়ায় যানবাহন ধীরগতিতে চালাতে হচ্ছে।
ফলে থেমে থেমে যানজটর সৃষ্টি হচ্ছে। এ ছাড়া বৃষ্টির কারণে ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলায় ৩০/৪০টি গর্ত হয়। যা সংস্কার কাছ চলছে, এটাও অনেকটা ধীরগতির কারন।
বাইপাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. রিজওয়ান বলেন, টানা বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া গর্তগুলো সড়ক বিভাগ রিপেয়ারের করছেন।
আমরা তাদের সহযোগিতা করছি। গর্তগুলো ভরাট হয়ে গেলে সব যানবাহন সঠিক স্পীডে চলতে পারবে। তখন এই যানজট আর থাকবে না।
সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী (নয়ারহাট) দেবাশীষ সাহা বলেন, টানা বৃষ্টিতে যেসব গর্তের সৃষ্টি হয়েছিল, সেসব গর্ত ভরাট করে সড়ক সংস্কার করা হয়েছে। তারপরেও আমাদের টিম সড়কে রয়েছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের অধীনে সড়কের যে অংশটি রয়েছে সেই অংশটিও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সংস্কার করছেন। ঈদযাত্রার আগেই সড়ক সংস্কারের কাজ শেষ হবে।
আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র প্রকল্প পরিচালক মো. শাহাবুদ্দিন বলেন, ভোগান্তি কমাতে আমাদের কাজ চলছে। আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি।
কালের আলো/এমডিএইচ