হেডলাইট বিকল, টর্চ জ্বালিয়ে ১০ কিমি চলল ট্রেন
প্রকাশিতঃ 11:11 pm | May 30, 2025

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক, কালের আলো:
মাঝপথে হেডলাইট বিকল। টর্চের আলোয় টানা হর্ন বাজিয়ে ১০ কিলোমিটার পথ চলল ট্রেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটি দুই ঘণ্টা পর গন্তব্যে পৌঁছায়। রুদ্ধশ্বাস এ যাত্রাটি ছিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর থেকে আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত।
বৃহস্পতিবার রাতে বিজয়নগরের মুকুন্দপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হেডলাইট হঠাৎ বিকল হয়ে যায়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও মেরামত করা সম্ভব হয়নি। টর্চ জ্বালিয়ে ও টানা হর্ন বাজিয়ে ১০ কিলোমিটার পথ অতিক্রম করে আজমপুর স্টেশনে পৌঁছায় ট্রেনটি।
আজমপুর স্টেশনে ট্রেনের যাত্রীরা জানান, প্রতি সেকেন্ডে হর্ন বাজানো হচ্ছিল। এতে উদ্বেগ ছড়িয়ে পড়ে। রেলওয়ের এমন অব্যবস্থাপনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, চলন্ত অবস্থায় ট্রেনটির হেডলাইট বিকল হয়ে যায়। পরে আখাউড়া থেকে বিকল্প লোকোমোটিভ পাঠানো হয়।
কালের আলো/এসএকে