ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন না করার দাবি

প্রকাশিতঃ 6:33 pm | May 21, 2025

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কালের আলো:

ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। এছাড়াও আরও তিন দফা দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (২১মে) সাংবাদিকদেরকে পাঠানো এক বার্তায় এমনটা জানিয়েছে এই বাগছাস নেতা।

বাগছাস নেতার তিন দফা দাবি হলো—

১. ছাত্র সংসদ  নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। ২. মির্জা ফখরুল ইসলাম এবং ওয়াহিদ উদ্দিন মাহমুদের মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তাকে মনোনীত ও নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে।৩. সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ দিতে হবে, অন্যথায় আন্দোলন ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকব না, আন্দোলনকে রাস্তায় নামিয়ে আনা হবে।

কালের আলো/এসএকে