নৌবাহিনীতে চাকরির নামে প্রতারণা, চক্রের ৯ সদস্য আটক

প্রকাশিতঃ 10:04 pm | May 20, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) গ্রীষ্মকালীন বি-২০২৫ ব্যাচে ভর্তি কার্যক্রম চলাকালে খুলনায় একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের ৯ সদস্যকে আটক করেছে নৌবাহিনী কন্টিনজেন্ট।

সোমবার (১৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেস-এ অভিযান চালিয়ে প্রতারকদের আটক করা হয়। অভিযানের সময় হোটেল থেকে প্রতারণার শিকার ৩৮ জন চাকরিপ্রার্থীকে উদ্ধার করা হয়, যারা প্রত্যেকেই চাকরির আশায় প্রতারকদের কাছে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন।

মঙ্গলবার (২০ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভুক্তভোগীদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্রটি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ৮ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত দাবি করে। তাদের কাছ থেকে নেওয়া হয় স্বাক্ষরিত ব্ল্যাংক চেক, খালি স্ট্যাম্প এবং হোটেলে প্রবেশের সময় জব্দ করা হয় মোবাইল ফোন। প্রার্থীদের বিশ্বাস অর্জনের জন্য হোটেলের ভেতরেই ‘কালার ব্লাইন্ড টেস্ট বুক’ ব্যবহার করে চোখের পরীক্ষা এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছিল চক্রটি।

উদ্ধার হওয়া অনেক ভুক্তভোগী জানান, তারা নিজেদের বসতভিটা, আবাদি জমি, এমনকি জমানো অলংকার বিক্রি করে প্রতারকদের টাকা দিয়েছেন। অভিযানে চক্রের কাছ থেকে ভর্তি সংক্রান্ত জাল প্রশ্নপত্র, সাজানো উত্তরপত্র এবং ভুয়া নথিপত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃত প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর নাবিক ভর্তি কার্যক্রম চলাকালে কিছু অসাধু চক্র প্রতারণার মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে নৌবাহিনীর তীক্ষ্ণ নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর ব্যবস্থাপনায় এই ধরনের অপতৎপরতা অনেকাংশেই রোধ করা সম্ভব হয়েছে।

নৌবাহিনী আবারও স্পষ্টভাবে জানিয়েছে, বাহিনীতে কোনো ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগের সুযোগ নেই এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

কালের আলো/এমএএইচএন