ঢাকার রূপনগরে মাদক ব্যবসায়ী ময়নাসহ আটক ৩
প্রকাশিতঃ 3:46 am | May 20, 2025

কালের আলো প্রতিবেদক:
রাজধানী ঢাকার রূপনগর এলাকা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার (১৯ মে) মিরপুর সেনা ক্যাম্পের ৬ স্বতন্ত্র এডি বিগ্রেডের একটি ইউনিট ও রূপনগর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে দুয়ারিপাড়া বস্তি সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী ময়না, আহিনীসহ মোট ৩ জনকে আটক করা হয়।
এ সময় ২কেজি গাজা ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয় বলে জানিয়েছে মিরপুর সেনা ক্যাম্প। আটকৃতদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
কালের আলো/ডিএস/এমএম