৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশিতঃ 11:08 am | May 13, 2025

সিরাজগঞ্জ প্রতিবেদক, কালের আলো:

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম এলাকা থেকে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে র‍্যাব-১২ এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টায় র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আজগর আলী (৫৮) ও তার স্ত্রী রাবেয়া বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ থানার সাতখামার গ্রামে। অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে তা বিভিন্ন জেলায় বিক্রি করার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালের আলো/এসএকে