ড. আহমেদ কায়কাউসের দুর্নীতি অনুসন্ধানে দুদক
প্রকাশিতঃ 5:42 pm | April 30, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের সাড়ে ৪ হাজার কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগ আমলে নিয়ে আহমেদ কায়কাউসের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ইতোমধ্যে দুদকের উপপরিচালক রেজাউল করিমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। আহমেদ কায়কাউসের দুর্নীতির বিষয়ে যাবতীয় রেকর্ডপত্র দিতে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সেগুনবাগিচা কার্যালয়ে দুদকের নিয়মিত প্রেস ব্রিফিং-এ সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘‘সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের সাড়ে ৪ হাজার কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুর্নীতির বিষয়ে তথ্য সংগ্রহে দুদকের পক্ষ থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর চেয়ারম্যান বরাবর চিঠি দেওয়া হয়েছে।’’
দুদক জানিয়েছে, চিঠিতে ড. আহমেদ কায়কাউসের চারটি বিষয়ে রেকর্ডপত্র চাওয়া হয়েছে। বিশেষ করে, আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ ক্রয়ের চুক্তির শুরু হতে শেষ অবধি যাবতীয় রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি, আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে সরকারী নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা এ সংক্রান্ত রেকর্ড, বিদ্যুৎ ক্রয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণের নাম, পদবি, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর ও বর্ণিত বিষয়ে কোন বিভাগীয় তদন্ত করা হয়েছে কিনা, হয়ে থাকলে তদন্ত প্রতিবেদনসহ বিস্তারিত তথ্যাদি সরবরাহ করতে বলা হয়েছে।
এমনকি, চিঠি পাওয়ার ৫ কার্য দিবসের মধ্যে এসব রেকর্ডপত্রের সত্যায়িত ছায়ালিপি দুদক বরাবর সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে বলেও প্রেস ব্রিফিং-এ জানানো হয়।
আহমেদ কায়কাউস বর্তমানে অবসর জীবন যাপন করছেন। তিনি এর আগে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন।
কালের আলো/এমডিএইচ