‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত, তারকাদের প্রার্থনা
প্রকাশিতঃ 4:10 pm | July 21, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনায় (বিকেল পৌনে ৪টা পর্যন্ত) একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের শোবিজ তারকারা।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত। সকলের জন্য প্রার্থনা করছি!’
অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা।’
নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন লিখেছেন, ‘রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুণ। কোনো মায়ের বুক খালি যেনো না হয়। কোমলমতি বাচ্চারা ওখানে পড়াশুনা করে। ওদের নিরাপদ রাখো আল্লাহ।’
অভিনেতা রাশেদ মামুন অপু লিখেছেন, ‘ইয়া আল্লাহ, তুমি রহম করো।’
এক শিক্ষার্থীর আইডি কার্ড শেয়ার করে পূজা চেরি লিখেছেন, ‘মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত এই শিশুটিকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এখন পর্যন্ত তার কোনো পরিচিত বা অভিভাবক খুঁজে পাওয়া যায়নি।যদি কেউ চিনে থাকেন বা তার পরিবার বা স্বজনদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দয়া করে এই নম্বরে দ্রুত যোগাযোগ করতে বলুন-01811-696033। ‘হে সৃষ্টিকর্তা, সবাইকে রক্ষা করো।’
অভিনেতা জিয়াউল হক পালাশ লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করুন।’
কালের আলো/এসএকে