প্রথমবার বিদেশি লিগে তহুরা-শামসুন্নাহার
প্রকাশিতঃ 2:19 pm | July 21, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের নিয়মিত মুখ তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। দুই জনই বাংলাদেশের হয়ে অনেক গোল করেছেন। এবারই প্রথম বিদেশি ক্লাবের হয়ে খেলবেন তারা। আজ (সোমবার) সকালে ভুটানের রয়েল থিম্পু কলেজের হয়ে খেলার জন্য তহুরা-শামসুন্নাহার রওনা হয়েছেন।
ভুটানের এই ক্লাব গত বছর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল। এবারও তারা এএফসি টুর্নামেন্ট খেলবে। ফলে এএফসি টুর্নামেন্ট খেলার সম্ভাবনা রয়েছে তহুরা ও শামসুন্নাহারের। গতবার নিবন্ধন জটিলতায় বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনকে খেলাতে পারেনি ক্লাবটি।
সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া পারো এফসির হয়ে খেলছেন। এরপর ট্রান্সপোর্ট ও থিম্পু এফসির হয়ে খেলতে গিয়েছেন মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র। আজ দুুই জন যাওয়ায় ভুটান লিগে বাংলাদেশের নারী ফুটবলারের সংখ্যা দাঁড়িয়েছে ১২–তে।
বাংলাদেশ মার্চে এশিয়ান কাপে খেলবে। ভুটানের নারী লিগ চলবে নভেম্বর পর্যন্ত। এরপর আবার সাফ নারী ক্লাব টুর্নামেন্ট হওয়ার কথা। দেশি-বিদেশি ক্লাবের ব্যস্ততায় জাতীয় দলের প্রস্তুতি বাফুফে কীভাবে নেবে সেটাই দেখার বিষয়।
কালের আলো/এসএকে