ডিফেন্সে রিয়ালের সব বিনিয়োগ
প্রকাশিতঃ 1:51 pm | July 21, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
অবাক হওয়ার মতো ব্যাপার বটে! দলবদলের এই ভরা মৌসুমে নামিদামি কোনো তারকা কিনছে না বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ। ফরোয়ার্ড কিংবা মিডফিল্ডার নয়, একের পর এক ডিফেন্ডার কিনছে তারা। গত কয়েক মাসে ১২০ মিলিয়ন ইউরো খরচ করে তিন ডিফেন্ডার ডিন হুয়েসেন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও আলভারো ক্যারেরাসকে কিনেছে স্প্যানিশ জায়ান্টরা। লিভারপুলের ফরাসি সেন্টার ব্যাক ইব্রাহিম কোনাতের দিকেও নজর পড়েছে তাদের। লেভারকুজেন ডিফেন্ডার পিয়েরো হিনকাপিকেও দলে চাচ্ছে লস ব্লাঙ্কোসরা।
রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাভি আলোনসো তিন সেন্টার-ব্যাক খেলাতে চান। কিন্তু রিয়াল ডিফেন্ডারদের অধিকাংশই চোটে জর্জরিত। হাঁটুর চোট থেকে দুই ডিফেন্ডার এডার মিলিতাও ও ডেভিড আলাবা কবে পুরোপুরি সুস্থ হবেন, সেটি নিশ্চিত নয়। গত অক্টোবরে চোটে পড়া ডিফেন্ডার দানি কারভাহালের ক্লাব বিশ্বকাপে মাঠে ফেরার কথা ছিল। কিন্তু ফিরতে পারেননি। এ জন্যই কোনাতেকে দলে চাচ্ছেন আলোনসো। তাঁকে আগামী মৌসুমে দলে ভেড়ানোর পরিকল্পনা রিয়ালের। আগামী বছর ফরাসি এ ডিফেন্ডারের সঙ্গে লিভারপুলের চুক্তি শেষ হয়ে যাবে। তখন তাঁকে ফ্রি ট্রান্সফারে পাওয়া যাবে। এ মৌসুমে কিনতে গেলে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড গুনতে হবে। কোনাতেও লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাহলে আসন্ন মৌসুমে তারা কোন ডিফেন্ডার দিয়ে চালাবে?
ক্লাব বিশ্বকাপে রাউল অ্যাসেনসিওকে খেলানো হয়েছিল। প্রায় প্রতি ম্যাচেই ভয়াবহ ভুল করেছেন তিনি। দুই বছর ধরে রিয়ালের সবচেয়ে নির্ভরযোগ্য রক্ষণ সেনানী হচ্ছেন অ্যান্টিনিও রুডিগার। তাঁরও হাঁটুতে সমস্যা আছে। কিছুদিন আগে অস্ত্রোপচারও হয়েছিল। সুস্থ হয়ে ক্লাব বিশ্বকাপে নেমেছিলেন তিনি। কিন্তু যুক্তরাষ্ট্রে পুরোপুরি স্বচ্ছন্দ ছিলেন না তারকা এ ডিফেন্ডার। যে কারণে বায়ার লেভারকুজেনের ডিফেন্ডার পিয়েরো হিনকাপির দিকে হাত বাড়াচ্ছে তারা। ২৩ বছর বয়সী ইকুয়েডরিয়ান আবার আলোনসোর পুরোনো শিষ্য। লেভারকুজেনে জাভির অন্যতম ভরসা ছিলেন তিনি। তাই ৫০ মিলিয়ন ইউরো দিয়ে তাঁকে কিনতে চাচ্ছে রিয়াল। অবশ্য হিনকাপিকে চেলসি ও অ্যাথলেটিকো মাদ্রিদও চাচ্ছে।
রিয়ালের মাঝমাঠ ও আক্রমণভাগ অবশ্য যথেষ্ট শক্তিশালী। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আরেলিও চুয়েমেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভার্দে দানি সেবায়োস আছেন। চুয়েমেনিকে প্রয়োজনে রক্ষণেও খেলানো যায়। আর প্লেমেকার হিসেবে জুড বেলিংহাম, আর্দা গুলের রয়েছেন। মাঝমাঠ মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হলেও লিভারপুলের আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের প্রতি নজর রয়েছে তাদের। আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, ব্রাহিম দিয়াজ, গঞ্জালো গার্সিয়া, রদ্রিগো ও এনড্রিকে রয়েছেন।
কালের আলো/এসএকে