বেজার নতুন নির্বাহী সদস্য মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম
প্রকাশিতঃ 1:29 pm | July 21, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নতুন নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান ছিলেন।
সোমবার (২১ জুলাই) বেজার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ও বৈচিত্র্যময় কর্মজীবনে নজরুল ইসলাম বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন—কমান্ড, স্টাফ ও প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি।
নতুন দায়িত্বে এসে নজরুল ইসলাম সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত পাঁচটি অর্থনৈতিক অঞ্চল নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগ উপযোগী করে গড়ে তোলার জন্য কাজ করবেন। অঞ্চলগুলো হলো— চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড), শ্রীহট্ট, জামালপুর ও মহেশখালী অর্থনৈতিক অঞ্চল এবং জাপানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
বেজার পক্ষ থেকে আশা করা হচ্ছে, তাঁর নেতৃত্বে পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে।
কালের আলো/এমডিএইচ