আজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ক্লাস শুরু
প্রকাশিতঃ 1:31 pm | July 21, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে সোমবার (২১ জুলাই)। এদিন সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়টির অধীন দেশের সব কলেজে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক-পূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী ও উপ-রেজিস্ট্রার মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, চলতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। পাসের হার প্রায় ৮২ শতাংশ। তবে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। তারাই ভর্তির সুযোগ পেয়েছেন।
কালের আলো/এমডিএইচ