‘মনে হইতাছে অনেকদিন পরে স্বাধীনতার স্বাদ পাইতাছি’
প্রকাশিতঃ 12:29 am | April 15, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পহেলা বৈশাখে এক ব্যতিক্রমি আয়োজন করে শেরপুর জেলা পুলিশ। সেখানে শহীদ জায়াদের সংবর্ধনা দেয়া হয় ও শিশু উৎসব অনুষ্ঠিত হয়।
সেখানে আগত সোহাগপুর বিধবা পল্লীর শহীদ জায়া হাফিজা বেওয়া(৬৬) খুশিতে নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, স্বামী-সন্তান হারানোর পরে গত ৪৮ বছর পয়লা বৈশাখ কি বুঝি নাই। এই বছর পয়লা বৈশাখে পুলিশ ভাইয়েরা আমগরে বাড়িতে গিয়া টেহা দিছে, কাপড় দিছে। বড় বড় রুই-কাতলা মাছ দিয়া আইছে।
তিনি এসময় আরো বলেন, আইজ গাড়িতে কইরা শেরপুর নিয়া আইছে। বড় ডাক্তর আমগরে দেখলো। ওষুদ দিল। হাজার হাজার শিশু আমগরে দাঁড়ায়া সম্মান দিল। ভাল খাওন পাইলাম। খুব খুশি লাগতাছে। মনে হইতাছে অনেকদিন পরে স্বাধীনতার স্বাদ পাইতাছি।
১৯৭১ এর ২৫ জুলাই সোহাগপুর গণহত্যায় তিনি স্বামী-সন্তান-দেবরসহ পরিবারের ৮ সদস্যকে হারিয়েছেন। সেদিন ওই গ্রামের ১৮৭ জনকে হত্যা করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ আলেয়া ফেরদৌসি। স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এদিন ২১ শহীদ জায়াকে ক্রেষ্ট- উত্তরীয় দিয়ে সংবর্ধনা এবং বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয় ।
বৈশাখী শিশু উৎসবে জেলা সদরের ২১টি মাধ্যমিক-প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষক অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ ও সোহাগপুর গণহত্যায় শহীদের শ্রদ্ধা জানানোর জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সোহাগপুরের পৈশাচিক গণহত্যায় নিহত শহীদ জায়াদের করুণ ইতিহাস অভিনয় করে দেখায় স্কুল শিক্ষার্থীরা। এসময় অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।
শিশু উৎসবে শিশুরা নাচ-গান-আবৃত্তি-রম্য বিতর্ক, লোকজ, আদিবাসী সম্প্রদায়ের নৃত্য গান, যেমন খুশি তেমন সাঁজো, সার্কাস ও সাপখেলাসহ নানা ধরনের আয়োজন অংশ নেয়। চমৎকার এ আয়োজনকে ঘিরে বিকেল পর্যন্ত পুলিশ লাইন মাঠ ছিল উৎসবমূখর।
শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, বাঙ্গালীর অস্তিত্ব হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ না হলে আমরা আমাদের প্রিয় দেশ পেতাম না। দেশ স্বাধীন না হলে পহেলা বৈশাখ পালনের কথা আমরা কল্পনাও করতে পারতাম না। তিনি বলেন, শহীদদের কাছে আমরা ঋণী। সেই দায়বদ্ধতা থেকে পুলিশ বিভাগ ভিন্নধর্মী বর্ষবরণের ব্যবস্থা করেছে।
বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক বলেন, পুলিশ বিভাগের এ আয়োজনে সবাই মুগ্ধ হয়েছে। এ ধরনের আয়োজন শিশুদের অনুপ্রেরণা যোগাবে। তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব, মূখ্য বিচারিক হাকিম সুদীপ্ত দাস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেন, মো. আমিনুল ইসলাম, মো, জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান আয়োজনে সহয়োগিতা করে সমকাল সুহৃদ সমাবেশ, ড্রিস্টিক্ট ডিবেট ফেডারেশন।
কালের আলো/এমএইচএ