তদন্তে কারও গাফিলতি পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 3:18 pm | March 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের তদন্ত চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তদন্তে বিল্ডিং কর্তৃপক্ষ কিংবা অন্যকারও গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সিটি করপোরেশন যে ঘোষণা দিয়েছে সেটা তারা দেখবে। ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে কাজ করা হচ্ছে। ফায়ার সার্ভিসের হেভি ইকুইপমেন্টগুলো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রাখা হবে। নিরাপদ ঢাকা নিশ্চিত করার কাজ চলছে। এর জন্য আরো কনসালটেন্ট নিয়োগ দেয়া হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সব ক্ষেত্রেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব, আইনশৃঙ্খলারও উন্নতি হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ৭৫ এর খুনীদের দেশে এনে বিচার করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বহুতল ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হচ্ছে না। বিল্ডিং কোড মেনেই বহুতল ভবন নির্মাণ করতে হবে। বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধারকাজ করতে ভলান্টিয়ার তৈরি করা হচ্ছে।

কালের আলো/এমএইচএ