এমপি পীর মিসবাহ ল্যাব এইডের সিসিইউতে

প্রকাশিতঃ 12:35 pm | March 18, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৪ আসনে সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান এমপি হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সোমবার (১৮ মার্চ) ভোর রাতে হার্টঅ্যাটাক হলে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডা. মাহবুবুর রহমান তার এনজিওগ্রাম করে ডানপাশের ধমনিতে একটি রিং লাগান। আগামী ৭২ ঘণ্টা তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হবে।

কালের আলো/এমএইচএ