ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আনন্দ র্যালি
প্রকাশিতঃ 12:25 am | March 18, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশাল আনন্দ র্যালি করেছে মহানগর ছাত্রলীগ। এ র্যালির নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি।
এতে ছাত্রলীগ নেতা মোঃ শাহীন আলম, মোঃ উবায়েদ উল্লাহ, অনিক, নাজমুল, মোস্তফা শরিফুল সহ সহস্রাধিক ছাত্রলীগের নেতাকর্মীর অংশগ্রহণ করে।
রবিবার (১৭ মার্চ) বিকেলে নগরীর নতুন বাজার সামনে থেকে ছাত্রলীগের র্যালিটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর যুবলীগের আহব্বায়ক শাহীনুর রহমান,জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক শাহ শওকত উসমান লিটন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান খোকন, মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি প্রমুখ।
এছাড়াও, মহানগর ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধান্জলি অর্পণ এবং বিদ্যানন্দিনী শেখ হাসিনা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।
কালের আলো/ওএইচ