ট্রেনের ছাদে ভ্রমণ, ময়মনসিংহে ৬ যাত্রীকে জরিমানা

প্রকাশিতঃ 9:53 pm | March 11, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ট্রেনের ছাদে উঠে ভ্রমণের অপরাধে ময়মনসিংহে ৬ যাত্রীকে জরিমানা করা হয়েছে।

তারা হলেন- নজরুল ইসলাম (২২), লাক মিয়া (১৯), মনিরুল হক (২২), নাজিম উদ্দিন (২০), এবাদুল হক (২১) ও নান্টু (২৩)।

সোমবার (১১ মার্চ) দুপুরে তাদের কাছ থেকে ১ হাজার ২০ টাকা জরিমানা আদায় করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী । এ সময় আরও ৪ যাত্রীকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।

ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা চৌকির চীফ ইন্সপেক্টর মো: ফিরোজ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহনগঞ্জ থেকে ট্রেনের ছাদে করে ময়মনসিংহ আসে তারা। এসময় ১০ জনকে আটক করে ৬ জনের কাছ থেকে জরিমানা আদায় ও ৪ জনকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

ট্রেন দুর্ঘটনা এড়াতে যাত্রীদের সচেতনতা সৃষ্টির পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

কালের আলো/ওএইচ