অকাজের কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব করি না: পিয়া

প্রকাশিতঃ 1:47 pm | March 11, 2019

শোবিজ প্রতিবেদক, কালের আলো :

মডেলিং দিয়ে শুরু করেছিলেন শোবিজ অঙ্গনে পথচলা, অল্প সময়েই গড়েন ক্যারিয়ার। নিজেকে নিয়ে গেছেন আন্তর্জাতিক আঙিনাতেও। বহু দেশে বহু নামি দামি প্রতিষ্ঠানের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে প্রথম বাংলাদেশি মডেল হিসেবে অত্যন্ত জনপ্রিয় ও অভিজাত ম্যাগাজিন ‘ভোগ’র প্রচ্ছদকন্যা হয়েছেন তিনি।

মডেলিংয়ের পাশাপাশি উপস্থাপনাতেও পেয়েছেন সাফল্য। বিপিএলের সময়টায় মাঠে দেখা যায় তাকে। নাটকেও কাজ করেছেন। দেখা গেছে তাকে সিনেমাতেও। সম্প্রতি চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন রায়হান রাফির নতুন চলচ্চিত্রে।

শোবিজের পাশাপাশি একজন আইনজীবী ও ব্যবসায়ী হিসেবেও নিজেকে গড়ে তুলছেন। বহুমাত্রিক প্রতিভায় বিকশিত এই নারী পিয়া জান্নাতুল। তিনি জানিয়েছেন তার পথচলা, নারীদের নিয়ে নানা ভাবনার কথা।

নারী দিবস মানে জানলে চাইলে পিয়া জান্নাতুল বলেন, এটা আমার কাছে স্পেশাল একটা দিন। গুরুত্ববহ একটা দিন। এই দিনটা মনে করিয়ে দেয় এই সমাজে, এই পৃথিবীতে এখনো অনেক নারীরা পিছিয়ে আছে। বিশেষ করে প্রান্তিক নারীরা অনেক কিছুতেই পিছিয়ে আছে।

আবার শহরেও অনেকে এখনো সংসার, সঞ্চয় নিয়ে আটকে থাকেন। শিক্ষা নিয়ে চাকরি করছেন। কিছু আয় করছেন। সে আয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করছেন না, তিনি সেটা, হয় সংসারে ব্যয় করছেন নয়তো সঞ্চয় করছেন। দেখুন, পার্থক্য কেবল আগে নারীরা মাটির ব্যাংকে জমা করতো স্বামী-সন্তানের জন্য আর এখন ব্যাংকে গিয়ে জমা করছে।

তাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে পিছিয়ে থাকা নারীদের জন্য। প্রতিটি সমাজেই নারী অর্ধাংশ। তার শতভাগ উন্নতি না হলে ওই সমাজ উন্নত হবে না।

নারীকে সমাজের নিয়ন্ত্রণের অংশ হতে হবে। ব্যবসা, চাকরি, নেতৃত্বে এগিয়ে আসতে হবে। যে নারী যত বেশি অবদান রাখতে পারবেন তার অবস্থান ততো শক্ত হবে। যেমন আমি যদি মনে করি নিজেকে নায়িকা হিসেবে দেখব তাহলে নিজেই প্রযোজনা করব। যদি আমার প্রতি কারো আগ্রহী না থাকে তবে আমি কারো অপেক্ষা করব না। নিজেই নিজেকে নায়িকা হিসেবে দাঁড় করাবো। মোট কথা হলো, এভাবে সবাইকে দাঁড়াতে হবে। যতদিন সব নারীরা না দাঁড়াবে, সমানভাবে সম্মানিত না হবে ততদিন নারী দিবসের গুরুত্ব থাকবে।

সভ্যতার পরিবর্তনে পুরুষের পাশাপাশি নারীর অবদান নিয়ে পিয়া বলেন, আমি একজন ফেমিনিস্ট। আমি মনে করি পৃথিবীর আজকের যে সভ্যতা তার পেছনে নারীর অবদান পুরুষের সমান। পুরুষকে নারীই অনুপ্রেরণা দিয়েছে, সহযোগিতা করেছে সব কাজে, সব সাফল্যে। যে সংসারে নারী সফল না, সেই সংসারে সফল পুরুষও কিন্তু থাকে না।

তবে এটাও স্বীকার করতে হবে এখনো পিছিয়ে থাকা নারীর সংখ্যা বিশাল। শিক্ষা, স্বাস্থ্য, মানসিকতা- নানাভাবেই পিছিয়ে আছে অনেক নারী। তাদের সঠিকভাবে তৈরি করতে পারলে এই সভ্যতা আরও সমৃদ্ধ হবে।

অনেক ক্ষেত্রে নারীদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়ার কারণ নিয়েও মতামত দিয়েছেন পিয়া। তিনি বলেন, আমি মনে করি এটা মানসিকতার সমস্যা। আমাদের এখানে মানবিক মূল্যবোধ খুব, শিক্ষার প্রভাব আধুনিকতা ও তথ্য প্রযুক্তির উন্নতির সাথে পাল্লা দিয়ে এগুয়নি। সে কারণে একজন নারীকে কাজ করতে গেলে অনেক সমস্যার মুখে পড়তে হয়। এখানে আমি বলবো নেতিবাচক চিন্তা ও সমালোচনাই বড় প্রতিবন্ধকতা। আমি নিজেকে দিয়েই উদাহরণ দিতে চাই। আমি বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগে (বিপিএল) উপস্থাপনা করি। এ নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হয়। কারণ আমি নারী হয়েও ছেলেদের খেলায় কেন উপস্থাপনা করব। এটা যেন বিরাট অন্যায়।

যারা সমালোচনা করেন তারা এটা বুঝেন না যে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আমাকে ভেবেচিন্তেই নেয়া হচ্ছে। আমাকে অনেক পরীক্ষা দিয়ে, যোগ্যতার প্রমাণ দিয়েই এই কাজটা করতে হচ্ছে। আমি অবশ্য এটা নিয়ে ভাবি না। আমি কোনো সমালোচনাকে পাত্তা দেই না। নিজের কাজটা করে যাই। দুই বছর ধরে করছি, আগামীতেও করবো ইনশাআল্লাহ। নারীদেরকে এভাবেই কাজ করতে হবে।

পুরুষদের বন্ধু হিসেবে নারীরা কতোটা নিরাপদ, জানতে চাইলে তিনি বলেন, আমাদের সমাজে নারী পুরুষের বন্ধুত্ব, অবাধ মেলামেশা নিয়ে অনেক তর্ক-বিতর্ক। এখানে নারী-পুরুষের বন্ধুত্বের কথা বললেই শরীর, আরও অনেক ভাবনা চলে আসে। কিন্তু এটা ভ্রান্ত ধারণা। বন্ধুত্ব থেকে মিশতে মিশতে কারো সঙ্গে প্রেম-ভালোবাসা হতে পারে। সেটা অন্য বিষয়। আমি একজন নায়ককেও ভালোবাসতে পারি, প্রযোজককেও ভালোবাসতে পারি। সেটা তখনই হবে যখন সেই মানুষটি বিশ্বস্ত হবে। কিন্তু বন্ধুত্ব হলেই প্রেম হবে ব্যাপারটি মোটেও তা নয়।

কারণ একজন নারী হিসেবে আমাকে কাজের জন্য অনেক পুরুষের সঙ্গে কথা বলতে হয়, মিশতে হয় বা বন্ধুত্ব করতে হয়। তার মানে এই নয় যে সব পুরুষের সঙ্গে আমার বিশেষ কিছু। বন্ধুত্ব সবচেয়ে সুন্দর একটা সম্পর্ক। এখানে নারী-পুরুষ বিভেদের কিছু নেই। আমি একজন নারী বান্ধবীকে যেমন রাত হলে গাড়িতে করে পৌঁছে দেই তেমনি একটা ছেলেকেও লিফট দেই।

আসলে নারী হিসেবে আমাকে পুরুষের বন্ধুত্বের কাছে নিরাপদ থাকতে হলে আমাকেই বন্ধু বাছাইয়ে সচেতন হতে হবে। যার তার সঙ্গে মিশলে প্রতারিত হতেই হবে। তাই যা সঙ্গে মিশবো সে কেমন, নারীদের প্রতি তার মানসিকতা কেমন সেটা জানতে হবে। যেমন আমি অকাজের কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব করি না। ওর তো কাজ নেই, কিছুক্ষণ আমার সঙ্গে থাকলেই আমাকে বিরক্ত করবে, মাথায় আজেবাজে ভাবনারা ভর করবে।

পরিবারের পুরুষ বলতে বাবা, ভাই, স্বামী, শ্বশুর, দেবরদের কথা বলবো আমি। তাদের কাছে একজন নারী হিসেবে আমি স্বাধীনতা চাই, বিশ্বস্ততা চাই, সহযোগী মানসিকতা চাই। কর্মক্ষেত্রে পুরুষদের কাছে আমি সহযোগীতা প্রত্যাশা করি, সম্মান প্রত্যাশা করি।

নতুন ছবিটি সম্পর্কে জানতে চাইলে পিয়া বলেন, ছবিটির নাম ‘স্বপ্নবাজি’। রায়হান রাফি এটা পরিচালনা করবেন। সব আলাপই হয়েছে। চুক্তি হওয়াটাই বাকী। সিনেমাটি নিয়ে আমার আগ্রহ আছে। কারণ এটা আমার জীবনের গল্পের সঙ্গে যায়। র্যাম্প মডেলদের নিয়ে গল্প। ছবিতে কারা কারা থাকছেন, পুরো টিম দেখে সাইন করব।

কালের আলো / ওএইচ