বয়সের ছাপ যেন ধারে কাছে ঘেষতে পারে না মালাইকার
প্রকাশিতঃ 4:53 pm | December 08, 2024

বিনোদন ডেস্ক, কালের আলো:
জীবনের ৫২তম বসন্তে দাঁড়িয়ে বলিউড লাস্যময়ী মালাইকা অরোরা। তবুও বয়সের ছাপ যেন ধারেকাছে ঘেষতে পারে না। এখনও পুরোদস্তর আবেদনময়ী। যৌবন যেন তার একান্ত অনুগত। কীভাবে যৌবন ধরে রেখেছেন মালাইকা— জানতে চান অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিম আর যোগসাধনাই মালাইকার ফিটনেসের রহস্য। পাশাপাশি নিজের খাওয়া-দাওয়ার ওপর বিশেষ নজর রাখেন। আপেল-বিটের রস দিয়ে জুস, অ্যাভোকাডো চোস্ট, ডিম, প্রচুর পরিমাণে সবুজ সবজি, খিচুড়ি, ভিটামিন সি-তে ভরপুর চেরি, ব্লু-বেরি এগুলো থাকে মালাইকার প্রতিদিনের খাদ্য তালিকায়। সেইসব খেয়েই যৌবন ধরে রেখেছেন পর্দার মুন্নি।
গতকাল পাঞ্জাবি গায়ক এপি ধিলোঁ গান শুনিয়েছেন মুম্বাইয়ে। সেখানে হাজির হয়েছিলেন মালাইকা। অভিনেত্রীর পরনে ছিল মসৃণ স্লিভলেস ছোট পোশাক যা উরুর মাঝামাঝি শেষ হয়েছে। পোশাকের গভীর নেকলাইন ড্রেসটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
মালাইকার এমন আবেদনময়ী রূপ দেখে নিজেকে ধরে রাখতে পারেননি এপি। মনের কথা প্রকাশ করেছেন। জানিয়েছেন, তার ছোটবেলার ক্রাশ মালাইকা। শুনে লজ্জাইয় হয়ে যান মালাইকা।
কালের আলো/ডিএইচ/কেএ